শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বরুড়ায় যুবলীগ নেতা আবু হানিফকে কুপিয়ে জখম কুমিল্লার মেয়ে ডাঃ ফাহমিদা কাকলী’র সফলতার গল্প ধামাকা অফার নিয়ে আসলো জারিন’স বিউটি সেলুন, ৩০ হাজার টাকার ব্রাইডাল মেকাপ মাত্র ২ হাজার টাকায় কুমিল্লায় ৩ দিন ব্যাপি পৌষ মেলার উদ্বোধন। লাল সবুজ ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশ এন্ড স্বপ্নচূড়া সেচ্ছায় রক্তদান” সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন নির্বাচনে জিতেই সিএনজি স্ট্যান্ডের চাঁদা বন্ধ করলেন এমপি আবুল কালাম আজাদ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিক উল্লাহ্ খোকন বিজয় দিবস উপলক্ষে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শুভপুর যুবমসমাজ মেয়র রিফাতের কফিনে শ্রদ্ধা জানান হোটেল নূরজাহানের স্বত্বাধিকারী রাশেদুজ্জামান রাশেদ শ্রেষ্ঠ জয়ীতা সফল জননী সম্মাননা পেলেন খোরশেদা বেগম

সৌদি আরবের আল জউফের গভর্নরের সাথে রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ শরীফ উদ্দিন শান্ত।।সৌদি আরব প্রতিনিধি

বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করেছেন সৌদি আরবের আল জউফ প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ আল সউদ। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ককে সৌদি আরব অত্যন্ত মূল্যায়ন করে এবং জউফ প্রদেশে কর্মরত বাংলাদেশীদের তিনি তাঁর ভাই উল্লেখ করে তাদের সাহায্য সহযোগিতা করা তিনি তাঁর দায়িত্ব বলে মনে করেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আজ আল জউফের গভর্নর এর সাথে বৈঠককালে গভর্নর এসব কথা বলেন। গভর্নর দুদেশের সম্পর্ক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রদূত গভর্নরকে জানান আল জউফ প্রদেশের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি কর্মরত রয়েছে। গভর্নর জানান, এ প্রদেশে প্রচুর পরিমাণ অলিভ উৎপাদন ছাড়াও বিভিন্ন শস্য উৎপাদিত হয়ে থাকে। তিনি সৌদি আরবের ফুড সিকিউরিটি নিয়ে কাজ করছেন বলে উল্লেখ করেন। জউফ প্রদেশে কৃষি খামারে অনেক বাংলাদেশী কাজ করে কৃষি পন্য উৎপাদনে ভূমিকা রাখছে বলে তাঁদের প্রশংসা করেন গভর্নর।

এছাড়া আজ দুপুরে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আল জউফের চেম্বার অফ কমার্সের সভাপতি ড. হামদান বিন আবদুল্লাহ আল সামরিন এর সাথে বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের গার্মেন্টস পন্য, ঔষধ, চামড়াজাত পন্য, সিরামিক ও কৃষি পন্যের সৌদি আরবে চাহিদা রয়েছে বলে উল্লেখ করেন।

চেম্বার সভাপতি বাংলাদেশী ব্যবসায়ীদের আল জউফ প্রদেশে ফার্মিং ও ফুড প্রসেসিং খাতে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, জর্দানের অনেক ব্যবসায়ীরা আল জউফে ফুড প্রসেসিং ব্যবসায় জড়িত রয়েছেন, চাইলে বাংলাদেশী ব্যবসায়ীদের এ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
ডিজাইন: Nagorikit.com (নাগরিক আইটি)
themesba-lates1749691102