আব্দুল্লাহ আল মাসরুফ।।
আজ কুমিল্লা’র বধুয়া কমিউনিটি সেন্টারে নূর জুয়েলার্সের সৌজন্যে ৩ দিন ব্যাপি পৌষ মেলার উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর জুয়েলার্সের স্বত্বাধিকারী, কুমিল্লা জুয়েলার্স এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান। সভাপতিত্ব করেন ‘মেক মি’ বিউটি পার্লার এর স্বত্বাধিকারী আফরিনা আশরাফ ৷ পুরো পৌষ মেলার আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন হালিমা খাতুন। কেক কেটে মেলার শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ। অনুষ্ঠান’কে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি, সভাপতি সহ অতিথিবৃন্দ। উদ্বোধনের পর পর ই নারী উদ্যোগতাদের স্টল গুলো তে বেশ ক্রেতা সমাগম হয়। এসময় মেলার আয়োজক হালিমা খাতুন বলেন – মেলা টি ৩ দিন চলমান থাকবে । এই মেলার উদ্দেশ্য অনলাইন ভিত্তিক নারী উদ্যোগতা’দের ঘর থেকে বের করে তাদের কার্যক্রম কে বিস্তীর্ণ রুপ দেয়া। মেলায় ২৮ টি স্টল বসেছে। মোট ৩৪ জন উদ্দ্যেগতা তাদের নিত্য নতুন, আধুনিক পন্য নিয়ে উপস্থিত হোন।
জে নিউজ, কুমিল্লা।