কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত
জানভী টিনা
কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লা নগরীর টাউন হল মিলনায়তন থেকে একটি আনন্দ র্যালি শুরু হয়ে বিদ্যালয়ে প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিটির উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা, সংরক্ষিত নারী সংসদ সদস্য এ্যরামা দত্ত, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, ১৫০ বছর পূর্তি সার্ধশত বার্ষিকী উৎসবের আয়োজক পর্ষদের যুগ্ম আহবায়ক দিলনাশিন মহসিন ও আয়োজক পর্ষদের সদস্য সচিব ফাহমিদা জেবিন।
এছাড়াও ভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা, বিদ্যালয়ের শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ১৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী চলবে আড্ডা ও স্মৃতিচারণ, রাতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।