বরুড়া উপজেলার ৩ নং উত্তর খোশবাস ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবু হানিফকে পূর্বপরিকল্পিত হত্যার প্রচেষ্টায় অতর্কিত ভাবে দেশী অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করার প্রতিবাদে আজ দুপুর ১২ টায় খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বরুড়া উপজেলার ৩ নং উত্তর খোশবাস ইউনিয়নের সর্বোচ্চ জনগণ। যুবলীগ নেতা আবু হানিফের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন মানববন্ধনের বক্তারা। গত২৯ মে সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে। মামলায় আসামি করা হয়েছে ৮ জনকে। তারা হলেন ১ মোঃ রিয়াজ পিতা শাহ আলম গ্রাম খোশবাশ ২ রাকিব হোসেন পিতা মোঃ জামাল হোসেন সাং ইলাশপুর ৩ ইমাম হোসেন পিতা মৃত সুরুজ মিয়া সাং জালালপুর ৪ উজ্জল হোসেন পিতা শাহ আলম সাং মস্কিপুর ৫ মোশারফ হোসেন পিতা হিরন মিয়া সাং আদমপুর ৬ রাজিব পিতা চলিমুল্লাহ সাং আদমপুর ৭ শাহাবুদ্দিন সরকার পিতা মৃত রেহান উদ্দিন সরকার সাং গোপালনগর ৮ মোঃ মোহন মিয়া পিতা নুরুল ইসলাম সাং কেমতুল.।