১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা নগরীর রামঘাটে দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তাফা কামাল (লোটাস কামাল) এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেল পথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।
অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মোনাজাত ও গণভোজেরও আয়োজন করা হয়।