শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বরুড়ায় যুবলীগ নেতা আবু হানিফকে কুপিয়ে জখম কুমিল্লার মেয়ে ডাঃ ফাহমিদা কাকলী’র সফলতার গল্প ধামাকা অফার নিয়ে আসলো জারিন’স বিউটি সেলুন, ৩০ হাজার টাকার ব্রাইডাল মেকাপ মাত্র ২ হাজার টাকায় কুমিল্লায় ৩ দিন ব্যাপি পৌষ মেলার উদ্বোধন। লাল সবুজ ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশ এন্ড স্বপ্নচূড়া সেচ্ছায় রক্তদান” সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন নির্বাচনে জিতেই সিএনজি স্ট্যান্ডের চাঁদা বন্ধ করলেন এমপি আবুল কালাম আজাদ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিক উল্লাহ্ খোকন বিজয় দিবস উপলক্ষে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শুভপুর যুবমসমাজ মেয়র রিফাতের কফিনে শ্রদ্ধা জানান হোটেল নূরজাহানের স্বত্বাধিকারী রাশেদুজ্জামান রাশেদ শ্রেষ্ঠ জয়ীতা সফল জননী সম্মাননা পেলেন খোরশেদা বেগম

কুমিল্লা জেলা আদালত প্রাঙ্গণে পূবালী ব্যাংক লিঃ এর “Product Campaign” নামক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৪৯৪ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির জীবন, কুমিল্লা।

ব্যবসায়িক অগ্রযাত্রার ধারাবাহিকতায় সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আধুনিক ব্যাংকি সেবা প্রদানের প্রত্যয় নিয়ে কুমিল্লা অঞ্চলের পূবালী ব্যাংক লিমিটেড, জিলা পরিষদ শাখা সোমবার ( ৯ অক্টোবর ২০২৩) কুমিল্লা জেলা আদালত প্রাঙ্গণে “Product Campaign” নামক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষে অতিথিদের ফুললে শুভেচ্ছা জানানো হয়। এরপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কুমিল্লা অঞ্চল পূবালী ব্যাংকের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ লতিফুর রহমান। এরপর পূবালী ব্যাংকের প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।
এতে কুমিল্লা অঞ্চল পূবালী ব্যাংকের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ লতিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লার বিজ্ঞ স্পেশাল জজ (জেলা জজ) বেগম সামছুন্নাহার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা বিজ্ঞ জননিরাপত্তা বিঘ্নকারী দমন ট্রাইবুনাল এর বিচারক মরিয়ম-মুন-মঞ্জুরী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাউদ হাসান।
সবশেষে সমাপনী বক্তব্য রাখেন- পূবালী ব্যাংক লিঃ জিলা পরিষদ শাখার সহকারী মহা-ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক মোসাঃ রেহেনা আক্তার। এসময় বিজ্ঞ আইনজীবী ও বিচারবিভাগীয় কর্মকর্তা-কর্মচারীগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- পূবালী ব্যাংক লিঃ, কুমিল্লা শাখার সিনিয়র অফিসার নাহিদ আক্তার।
বক্তারা বলেন- আমরা (পূবালী ব্যাংক) সমাজকে কিছু দিতে চাই। পরীক্ষামুলকভাবে পূবালী ব্যাংকে যাবেন এর সেবা নিবেন। অনলাইন করতে কোন ফি লাগেনা। প্রথম বাংলাদেশে অনলাইন ব্যাংকিং চালু করেছেন। পূবালী ব্যাংক। বক্তারা আরও বলেন- দেশের সর্ববৃহৎ অনলাইন এখন হাতের মুঠোয়। এরফলে পূবালী ব্যাংক হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর, নিজস্ব হিসাবের তথ্য এবং বিবরণী জানা, তাৎক্ষণিক যেকোনো ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর, বিদ্যুৎ বিল, পানি বিল ও বিভিন্ন পরিষেবার বিল প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি প্রদান, মোবাইল ফোন রিচার্জ, নিজস্ব ক্রেডিট কার্ডের তথ্যসহ লেনদেন সংক্রান্ত সুযোগ সুবিধা রয়েছে। তারা বলেন- দুই কোটি টাকা পর্যন্ত আঞ্চলিক অফিস একজন গ্রাহককে দিতে পারেন। এরজন্য প্রধান কার্যালয়ে অনুমোদন লাগবেনা।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
ডিজাইন: Nagorikit.com (নাগরিক আইটি)
themesba-lates1749691102