কুমিল্লা নগরীর অভিজাত বিউটি পার্লারগুলো কুমিল্লায় শৌখিন নারী ও তরুণীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে পার্লারটি। নামিদামি পার্লার গুলোতে ছুটছেন রূপসচেতন তরুণীরা। আর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে মেইক মি বিউটি পার্লারে। আধুনিক এই বিউটি পার্লারের সুনাম ছড়িয়ে পড়েছে কুমিল্লা শহরজুড়ে।
আরফিনা আশরাফ নেনসি এমনই একজন নারী, যিনি বর্তমানে একজন সফল বিউটি পার্লার উদ্যোক্তা। তার সাথে আলাপ হয়। তিনি জানান তাঁর সফলতার গল্প।
নিজেকে গড়ে তোলার পিছনে রয়েছে তার নিজের পরিশ্রম এবং এগিয়ে যাওয়ার প্রত্যয়। নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে আরফিনা আশরাফকে, তবে কখনোই দমে যাননি তিনি।
নিজের মেধা, মননশীলতা, কর্মনিষ্ঠা এবং একাগ্র প্রচেষ্টার মাধ্যমে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। আরফিনা আশরাফ বলেন-“আমি চাই আমার ব্যবসার আরো প্রসার হোক”।
বাধাবিপত্তি সর্ব ক্ষেত্রেই আছে তারপরও যদি কঠোর পরিশ্রম, একাগ্রতা, সঠিক পরিকল্পনা থাকে জীবনে সফল হওয়া সম্ভব। মেকাপের মাধ্যমেও যে শিল্পী সত্তা ফুটিয়ে তোলা যায় তারই প্রমান দিয়েছেন মেকাপ আর্টিস্ট নেনসি।
জনপ্রিয় মেইকমি বিউটি পার্লারে নানা ডিজাইনের চুল কাটা, কালার, ফেসিয়াল, রিবন্ডিংসহ বিভিন্ন সাজে সাজাতে ব্যস্ত পার্লার কর্মীরা।
এ ব্যাপারে জানতে চাইলে মেকাপ আর্টিস্ট ও মেইক মি সিইও
আরফিনা আশরাফ জানান, আমরা সর্বোচ্চ মানের সেবা দিতে চেষ্টা করছি। আমি নিজে গিয়ে ব্যাংকক থেকে পার্লারের বিভিন্ন মেডিসিনের প্রোডাক্ট নিয়ে আসি। চেষ্টা করি ভালো কিছু করার জন্য। আমার এখানে সৌন্দর্য চর্চার সেবা দিতে পেরে আমি অনেক খুশি। মেক মি বিউটি পার্লারে যারা এখনো আসেননি তাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। একবার হলেও ভিজিট করে যাবেন। আমাদের ঠিকানা, মেডিকেল কলেজ হাসপাতাল রোড, সদর উপজেলা অফিসের পাশে অবস্থিত আপনাদের প্রিয় মেইক মি বিউটি পার্লার। https://www.facebook.com/makemebd?mibextid=LQQJ4d