কুমিল্লায় ১টি দেশীয় তৈরী পিস্তল ও ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। দেবিদ্বার থানায় কর্মরত এসআই নিশান চন্দ্র বল, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দেবিদ্বার থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে শুক্রবার বিকেলে বড়শালঘর গ্রামে অবস্থানকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দেবিদ্বার থানাধীন ১নং বড়শালঘর ইউপির ইষ্টগ্রাম সাকিনস্থ নিউ সজীব ব্রিকস্ ফিল্ডের পশ্চিম পাশ্বে জনৈক আলমগীর হোসেন এর চায়ের দোকানের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়ীর জন্য অপেক্ষা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই নিশান চন্দ্র বল, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সহ মাদকদ্রব্য উদ্ধারের নিমিত্তে উক্তস্থানে পৌঁছামাত্র ১জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পায়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আটক করেন। তার দেহ তল্লাশী করে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামী মোঃ আনোয়ার হোসেন(৩০), পিতা-মৃত হারুনুর রশিদ, মাতা-জাহানারা বেগম, গ্রাম- বড় শালঘর (উত্তরপাড়া, ইউনুছ মাষ্টারের বাড়ী), থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা।