নিজস্ব প্রতিবেদক।। সব শিশুদের মতো নয় এতিম শিশুদের জীবনযাপন। এতিমখানার একটি নির্দিষ্ট গন্ডিতেই বন্দি ওদের শৈশব-কৈশর। তাদের আবদারের জায়গা নেই, অভিমানের অধিকার নেই। জীবনজুড়ে কেবল নিস্তব্ধতা। কিন্তু পরম দয়ালু সৃষ্টিকর্তা তার সকল মাখলুকাতের খবর রাখেন। আর নিজের প্রিয় ব্যক্তিদের হাত দিয়ে এই এতিমদের জন্য আনন্দ আর খুশির ব্যবস্থা করেন।
আজ তৃপ্তির হাসিতে ভরে উঠেছে কিছু সংখ্যক এতিম শিশুর মুখ। শারমিন আহমেদ চৈতির জন্মদিন উপলক্ষে একটি এতিমখানা এই আয়োজন করা হয়। দুপুরের খাবার, কেক কাটা, মিষ্টি বিতরণ,ও দোয়া অনুষ্ঠিত হয়।
সামাজিক সাংস্কৃতিক সংগঠন “একতাই শক্তি”র পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এই সংগঠনের উপদেষ্টা, নারী উদ্যোক্তা সংগঠন অনন্যা’র সাধারণ সম্পাদক, জেনিউজ কুমিল্লার নির্বাহী সম্পাদক ও আয়রা বুটিকস স্বত্বাধিকারী শারমিন আহমেদ চৈতি।