ঘৃনা আর ভালোবাসা
এক সাথে পথ চলতে পারেনা কখনোই!
তাই বলে কি ভালোবাসা মরে যায়?
না, মরে যায় না!
স্মৃতির অনুরাগে তুলে আনে কেবল কামিনীর নির্জাস,
ভালোবাসা শুধু হৃদয়ে গোপন থেকে যায়।
সহনশীল আর ধৈর্য, আরও শক্ত করে দেয় ভিত।
নীরব চোখের জল বলে দেয়
ভালো থেকো ভালোবাসা!
এ ব্যথা ঈশ্বর ছাড়া কেউ বুঝেনা
কাউকে বুঝায়না মন।