আবদুল্লাহ আল মাসরুফ।। ১৬ই ডিসেম্বর রাত ৯ টায় উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা শুভপুর শাহী ঈদগাহ মাঠে শুরু হয়। খেলায় অংশ নেয় ‘শুভপুর একাদশ বনাম চাঁনপুর একাদশ।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ’কে কেন্দ্র করে খেলা শুরুর আগেই মাঠে আসতে শুরু করেন শুভপুর এবং আশপাশের এলাকার ক্রিকেট ভক্তরা। বিজয় দিবসের এই শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জুয়েলার্স এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান। বিশেষ অতিথি ৬নং ওয়ার্ড, কুমিল্লা সিটি করপোরেশনের সমাজসেবক রুহুল আমিন (তুলু)। উক্ত খেলায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সহ অত্র এলাকার সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
শুভপুর একাদশ কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর একাদশ। ফাইনালে অনবদ্য পারফরমেন্সের জন্য ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মো: সবুজ।টুর্নামেন্টে স্পন্সর হিসাবে ছিলো নুর জুয়েলার্স।
রিপোর্টার – আবদুল্লাহ আল মাসরুফ
জে নিউজ, কুমিল্লা।