রাত যত গভীর হয়
ভেজা রাত্রির রঙ গুলো তত সন্নিকটে আসে–
যন্ত্রণার ভূত গুলো অট্টহাসিতে
ভেঙে ফেলে শুনশান নীরবতা!
ঘুমপাড়ানির গীতগুলো
কিট হয়ে,রক্তচোষা ছাড়পোকার মতো চুষে নেয়
শান্তির ঘুম আর কিলবিল করে
মন ও মস্তিষ্কে।
কবিতার পঙক্তি মালা থেকে
শোকাহত লাইন গুলো
দলছুট পাখির ঠোঁটে, পিঁপড়ার মতো কামড় বসাতে থাকে ;এক সমুদ্র ভালোবাসায়।
রাত যত গভীর হয়
নিউরনের প্রতিটি শাখা-প্রশাখায় আবিষ্কার করে
নিকোটিনের তীব্র বিষাদ শূষে নেয়ার মতো
দুঃখের রঙ ধোঁয়াটে
কালো হয়।
রাত যত গভীর হয়
বুকের উষ্ণতায়
গলে যাওয়া আবেগী নদী, মোহনার মুখ, খুঁজে খুঁজে–
স্রোতের প্রতিকূলে
পিয়াসী মন ছুটে বেড়ায়।
তখনও বৃষ্টিভেজা পত্রপল্লবে সিক্ত হৃদয়
আবেগের মহাসমুদ্রে ডুবে ডুবে,অবহেলিত সময়ের
তপস্যা নিয়ে;
অভিমান গুলো যত্নে লুকিয়ে–
পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে
ব্যতিব্যস্ত ভালোবাসায়।।