মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুমিল্লা নগরীতে চাঁদা দিতে যুবকের ‘না’ তুলে নিয়ে পেটানোর অভিযোগে গ্রেপ্তার ২ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ বুড়িচং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার গ্রেফতার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় ড্যাব নেতা ডাঃ এম এ হাসানের মিথ্যা অপবাদের প্রতিবাদে বিক্ষোভসহ মানববন্ধন করেছে স্থানীয়রা। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটি গঠিত  বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন আসিফ আকবর  অষ্টমী পেরিয়ে আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ১৪ ডাকাত গ্রেফতার- নগদ টাকা ও দেশীয় অস্ত্র জব্দ সুস্থ হৃদয় ছাড়া সুস্থ জীবন সম্ভব নয়: কুমিল্লায় বিশ্ব হার্ট দিবসে বক্তারা 

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক আশিক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত

শাহিন আহমেদ সাজু
  • আপডেট করা হয়েছে সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম (২৭) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশিক জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।

তিনি ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’- এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।

আশিকুল ইসলামের নিথর মরদেহর ছবিটি জেলার সদর হাসপাতাল থেকে তোলা

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’- এর একটি মাসিক সভা শেষ করে অটোরিকশায় করে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন আশিকসহ আরও কয়েকজন। বাতিঘর সংগঠনের সদস্যরা বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করে থাকেন। আশিক এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।

অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান নামে এক যুবক তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের উপর হামলা করে। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আশিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বাতিঘর সংগঠনের প্রতিষ্ঠাতা আজহার উদ্দিন জানান, সদা হাস্যোজজ্জল আশিক সাংবাদিকতার পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে বাতিঘরের হয়ে বেওয়ারিশ লাশের দাফন এবং রক্তদানের কাজে অংশ নিত। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায়না। এই হত্যাকাণ্ডে জড়িত রায়হান ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, কী কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে- সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে সাংবাদিক আশিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
ডিজাইন: Nagorikit.com (নাগরিক আইটি)
themesba-lates1749691102