মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুমিল্লা নগরীতে চাঁদা দিতে যুবকের ‘না’ তুলে নিয়ে পেটানোর অভিযোগে গ্রেপ্তার ২ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ বুড়িচং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার গ্রেফতার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় ড্যাব নেতা ডাঃ এম এ হাসানের মিথ্যা অপবাদের প্রতিবাদে বিক্ষোভসহ মানববন্ধন করেছে স্থানীয়রা। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটি গঠিত  বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন আসিফ আকবর  অষ্টমী পেরিয়ে আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ১৪ ডাকাত গ্রেফতার- নগদ টাকা ও দেশীয় অস্ত্র জব্দ সুস্থ হৃদয় ছাড়া সুস্থ জীবন সম্ভব নয়: কুমিল্লায় বিশ্ব হার্ট দিবসে বক্তারা 

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলীর নির্বাচনী প্রচারণায় অতর্কিত হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ মিয়াজীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারশ প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা,উপজেলা নির্বাহী অফিসার ও দাউদকান্দি মডেল থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী উল্লেখ্য করেন দুপুরে একই ইউনিয়নের লক্ষীপুর বালুর মাঠ সংলগ্ন নির্বাচনী প্রচারনায় গেলে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই দোলনের নির্দেশে নৌকা প্রতীকের কর্মীরা নির্বাচনী প্রচারণায় বাধা ও অতর্কিত হামলার চালায়, এতে আনারস প্রতীকের কয়েকজন কর্মী আহত হয়। এ সময় হামলাকারীরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী পোষ্টার,ব্যানার,লিফলেট ও পোষ্টার লাগানো সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয় বলে অভোযোগে উল্লেখ্য করেন।

হামলা পরে পুলিশে খবর দেন আলী আহম্মেদ মিয়াজী।
অভিযুক্ত নৌকা প্রতীকের চেয়ারমম্যান প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই বিল্লালুর রশিদ দোলন বলেন, অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। ঘটনাস্থলেই তিনি ছিলেন না। এ সময় তিনি তার বাড়িতে ছিলেন। কে বা কারা নৌকার নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি নির্বাচনের রিটারর্নিং কর্মকর্তা আশরাফুন নাহার বলেন আমরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী অভিযোগ পেয়েছি প্রথমবারের মতো নৌকা প্রতীকের প্রার্থীকে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে পুনরায় এ রকম অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
ডিজাইন: Nagorikit.com (নাগরিক আইটি)
themesba-lates1749691102