কুমিল্লা সদর দক্ষিণে গাঁজা-ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।শনিবার (২৬ নভেম্বর) সকালে সদর দক্ষিণ পশ্চিম জোড়কানন এলাকার সুবর্ণপুরে সদর দক্ষিণ থানা পুলিশের চৌকস অফিসার এসআই মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃত আসামি চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর এলাকার মফিজুল ইসলামের ছেলে ফারুক(২৫)।
সকালে তিনি জানান,মাদক মুক্ত সমাজ নির্মাণে কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আমাদের একটি টিম সুবর্ণপুর এলাকা হতে মাদকসহ আসামিকে আটক করে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।