মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুমিল্লা নগরীতে চাঁদা দিতে যুবকের ‘না’ তুলে নিয়ে পেটানোর অভিযোগে গ্রেপ্তার ২ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ বুড়িচং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার গ্রেফতার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় ড্যাব নেতা ডাঃ এম এ হাসানের মিথ্যা অপবাদের প্রতিবাদে বিক্ষোভসহ মানববন্ধন করেছে স্থানীয়রা। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটি গঠিত  বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন আসিফ আকবর  অষ্টমী পেরিয়ে আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ১৪ ডাকাত গ্রেফতার- নগদ টাকা ও দেশীয় অস্ত্র জব্দ সুস্থ হৃদয় ছাড়া সুস্থ জীবন সম্ভব নয়: কুমিল্লায় বিশ্ব হার্ট দিবসে বক্তারা 

ঘূর্ণিঝড় সিত্রাং ধেয়ে আসছেঃ৯ নম্বর সংকেত দেওয়া হতে পারে

হুমায়ুন কবীর জীবন
  • আপডেট করা হয়েছে সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

বিপদসংকেত আরও বাড়বে। ৯ নম্বর সংকেত পর্যন্ত দেয়া হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আরও জানায়, ঘূর্ণিঝড় সিত্রাং এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ কি.মি. বেড়ে এখন ৬৮ কি.মি. হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ২টার বিফ্রিংয়ে এ কথা জানায় আবহাওয়া অধিদফতর। বর্তমানে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ দেশের দক্ষিণের ১৩ জেলায় ৭ নম্বর বিপদ সংকেত জারি আছে। আর চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, এদিন দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়টি এরইমধ্যে মারাত্মক রূপ নিয়েছে। ‍‍সিত্রাং এর সম্পূর্ণটাই বাংলাদেশের ভূখন্ডে আঘাত হানবে। ঘূর্ণিঝড়টি ১৩ জেলায় মারাত্মক আঘাত হানবে। এরমধ্যে বরগুনা ও পটুয়াখালী জেলায় সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তিনিও উল্লখ করেন, বিপদসংকেত আরও বাড়বে। যা মহাবিপদ পর্যন্ত যেতে পারে।

আগামীকাল সকাল ৭টা থেকে ৮টা নাগাদ আঘাত হানতে পারে সিত্রাং। তবে সোমবার সন্ধ্যা ৭টায় ঝড়ের অগ্রভাগ আঘাত হানবে। আর আগামীকাল সকালে উপকূলে ঝড়ের কেন্দ্র আঘাত হানবে।

দেখে নেয়া যাক ৭ থেকে ৯ নম্বর সংকেতের কী অর্থ?

৭ নম্বর​​​​​​​ বিপদসংকেত: বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। এ ক্ষেত্রেও ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার।

৮ নম্বর মহাবিপদ সংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

৯ নম্বর মহাবিপদ সংকেত: ৯ নম্বরের ক্ষেত্রে ৮ নম্বরের মতোই, তবে প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
ডিজাইন: Nagorikit.com (নাগরিক আইটি)
themesba-lates1749691102