সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বরুড়ায় যুবলীগ নেতা আবু হানিফকে কুপিয়ে জখম কুমিল্লার মেয়ে ডাঃ ফাহমিদা কাকলী’র সফলতার গল্প ধামাকা অফার নিয়ে আসলো জারিন’স বিউটি সেলুন, ৩০ হাজার টাকার ব্রাইডাল মেকাপ মাত্র ২ হাজার টাকায় কুমিল্লায় ৩ দিন ব্যাপি পৌষ মেলার উদ্বোধন। লাল সবুজ ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশ এন্ড স্বপ্নচূড়া সেচ্ছায় রক্তদান” সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন নির্বাচনে জিতেই সিএনজি স্ট্যান্ডের চাঁদা বন্ধ করলেন এমপি আবুল কালাম আজাদ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিক উল্লাহ্ খোকন বিজয় দিবস উপলক্ষে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শুভপুর যুবমসমাজ মেয়র রিফাতের কফিনে শ্রদ্ধা জানান হোটেল নূরজাহানের স্বত্বাধিকারী রাশেদুজ্জামান রাশেদ শ্রেষ্ঠ জয়ীতা সফল জননী সম্মাননা পেলেন খোরশেদা বেগম

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলীর নির্বাচনী প্রচারণায় অতর্কিত হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩২ বার পড়া হয়েছে

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ মিয়াজীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারশ প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা,উপজেলা নির্বাহী অফিসার ও দাউদকান্দি মডেল থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী উল্লেখ্য করেন দুপুরে একই ইউনিয়নের লক্ষীপুর বালুর মাঠ সংলগ্ন নির্বাচনী প্রচারনায় গেলে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই দোলনের নির্দেশে নৌকা প্রতীকের কর্মীরা নির্বাচনী প্রচারণায় বাধা ও অতর্কিত হামলার চালায়, এতে আনারস প্রতীকের কয়েকজন কর্মী আহত হয়। এ সময় হামলাকারীরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী পোষ্টার,ব্যানার,লিফলেট ও পোষ্টার লাগানো সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয় বলে অভোযোগে উল্লেখ্য করেন।

হামলা পরে পুলিশে খবর দেন আলী আহম্মেদ মিয়াজী।
অভিযুক্ত নৌকা প্রতীকের চেয়ারমম্যান প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই বিল্লালুর রশিদ দোলন বলেন, অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। ঘটনাস্থলেই তিনি ছিলেন না। এ সময় তিনি তার বাড়িতে ছিলেন। কে বা কারা নৌকার নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি নির্বাচনের রিটারর্নিং কর্মকর্তা আশরাফুন নাহার বলেন আমরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী অভিযোগ পেয়েছি প্রথমবারের মতো নৌকা প্রতীকের প্রার্থীকে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে পুনরায় এ রকম অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
ডিজাইন: Nagorikit.com (নাগরিক আইটি)
themesba-lates1749691102