স্টাফ রিপোর্টার।। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৩ উপলক্ষে’ শনিবার (৯ ডিসেম্বর) লালমাই উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মৌতিমা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়াম্যান কামরুল হাসান শাহীন। প্রধান মেহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম। এসময় লালমাই উপজেলায় জয়িতা অন্বেষণ বাংলাদেশ ‘ শীর্ষক কার্যক্রমের আওয়াতায় লালমাই উপজেলায় শ্রেষ্ট জয়ীতা সফল জননী সম্মাননা পেলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের স্ত্রী খোরশেদা বেগম। ব্যক্তি জীবনে খোরশেদা বেগম ৮ ছেলে ও ৩ কন্যা সন্তানের জননী। বড় ছেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের। এছাড়াও অন্যান্য সকল ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা কিংবা বেসরকারি চাকরি করছে আবার কেউবা সফল রাজনীতিবিদ হয়েছেন। রোকেয়া দিবসে এমন নারীকে সম্মাননা তুলে দিতে পেরে খুশি উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস।
এছাড়াও শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারি হিসেবে সম্মাননা পেয়েছেন উপজেলার দক্ষিণ হাজাতিয়া গ্রামের ওয়াজিউল ইসলামের স্ত্রী মোসাঃ ওয়াহিদা ইসলাম।
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা পেয়েছেন উপজেলার হলদিয়া গ্রামের আহসান উদ্দিন মিয়াজীর স্ত্রী তাসলিমা আক্তার।