স্টাফ রিপোর্টার।। অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘লাল সবুজ ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশ এন্ড স্বপ্নচূড়া সেচ্ছায় রক্তদান” সংগঠনের প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে আজ সন্ধ্যায় ২ নং উত্তর দুর্গাপুর কৃষ্ণনগর ঘোড়ামাড়া এলাকায় উদ্বোধন করা হয়।
অফিসটির ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন লাল সবুজ ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশ এন্ড স্বপ্নচূড়া সেচ্ছায় রক্তদান সংগঠনের
অন্যতম উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ও জে নিউজ কুমিল্লার সম্পাদক জনপ্রিয় সাংবাদিক হুমায়ুন কবির জীবন।
উদ্বোধন কালে হুমায়ুন কবির জীবন বলেন ; মানুষের কল্যাণে কাজ করতে হবে, ভালো কাজের মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। অসহায়দের পাশে ভূমিকা রাখবে এই সংগঠন। সামাজিক কর্মকান্ডের মধ্যে মানসিক শান্তি আছে। সংগঠনের প্রতিটি সদস্য মানবিক হয়ে মানুষের পাশে থাকবে এটাই আজকের প্রত্যাশা।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ, ডাক্তার আলাউদ্দিন আহমেদ, সমাজসেবক সালাউদ্দিন বিপ্লব, আবুল হোসেন, সোহাগ হোসেন, এম এ মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ।
পুরো অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্ণধার শরিফ হোসেন।