ওগো মরণ এসো না তুমি
বলি আজ মিনতি করে,
সবুজ-শ্যামল এ রঙিন ভুবন
বলো কি করে যাই ছেড়ে।
কতটা প্রহর নিবিড় আরামে
কেটেছে মায়ের কোলে,
চির নিদ্রায় যাবো কেমনে
বাংলা মাকে ভুলে।
কতটা প্রহর কেটেছে আমার
ভুবন বনের ঝোপে-ঝাড়ে,
খোলা আকাশ উড়ায়ে ঘুড়ি
সাঁতরে নদীর পাড়ে।
কতোটা সময় হেঁটেছি আমি
অলি-গলির বাঁকা পথে,
গাছের ডালে গোল্লাছুটে
কতোটা বেলা গেছে।
চাঁদনী রাতের কতোটা প্রহর
কেটেছে গল্প শুনে,
চাঁপা চামেলি বকুল বেলির
বাতাসে মিষ্টি ঘ্রাণে।
ওগো মরণ এসো না তুমি
করি আজ এই মিনতি,
যেতে যদি হয় ভুবন ত্যাগে
তবে, দাও কিছু অমর স্মৃতি।