রবিবার (৮ই জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ পূর্ব জোড়কানন ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সভায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম তার বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন,আমাদের ইউনিয়নের যুব সমাজকে বাঁচাতে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।যেহেতু এই ইউনিয়নটি সিমান্তঘেষা।তাই এই ব্যাপারে পুলিশ, সাংবাদিক এবং সমাজের গন্যমান্য ব্যাক্তিদের সহযোগিতা প্রয়োজন।আমাদের সমাজকে আমাদেরই ভালো রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে মাদক দূর করা কঠিন কিছু না।
এসময় বক্তব্য রাখেন পূর্ব জোড়কানন ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য বৃন্দ।সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বয়োবৃদ্ধ আলেম মাওলানা আবদুর রহমান দরবেশ।