কাজী আমেনা ।। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা মহানগরকে সুসংহিত করার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের রাজাপাড়া চৌমুহনীতে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
ত্রি-বার্ষিক সন্মেলনে আওয়ামী লীগ নেতা শাহিন আহমেদ কে সভাপতি , অধ্যাপক মহাসিনুল হাসান কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন হাজী বাহার । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম , উপদপ্তর সম্পাদক নাঈমুল হক হিমেল । ঝাঁকজমকপূর্ণ উক্ত সম্মেলনে মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন পেশায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনেও ১৯ নং ওয়ার্ড যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয় ।