আবদ্ল্লাহ আল মাসরুফ।। আজ কুমিল্লা’র অন্যতম জনপ্রিয় ‘জারিন’স বিউটি সেলুন’ কর্তৃক শীতকালীন বিয়ের মৌসুম উপলক্ষে ব্রাইডাল দের জন্য ধামাকা অফার শুরু হয়েছে। ৩০ হাজার টাকার ব্রাইডাল মেকাপ, অফার উপলক্ষে সবাই পাবে মাত্র ২০০০/- টাকায়।
এমন অফারে দারুন উচ্ছ্বসিত কুমিল্লা’র ব্রাইডাল প্রেমীরা। জারিন’স বিউটি সেলুনে মনোমুগ্ধকর এক আয়োজনের মাধ্যমে এই অফারের উদ্বোধন করেন সংগীত শিল্পী এবং বিউটিসিয়ান বর্ষা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন নুর জুয়েলার্স এর স্বত্তাধিকারি আরিফ জামান,জারিন’স বিউটি পার্লারের স্বত্তাধিকারি পারুল করিম ও নারী উদ্দেগতা হালিমা খাতুন প্রমুখ। উক্ত ব্রাইডাল অনুষ্ঠানে অর্নামেন্টস স্পন্সর হিসেবে ছিলো নুর জুয়েলার্স। সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করে বিশেষ অফার গুলি নিচে দেয়া হয়েছে ; প্যাকেজ {১} ৩০ হাজার টাকার ব্রাইডাল ও হলুদের প্যাকেজ মাত্র ৪০০০। প্যাকেজ {২} ২০ হাজার টাকার ব্রাইডাল অনলি =২০০০। প্যাকেজ {৩}পার্টি মেকাপ- ১০০০। প্যাকেজ {৪} রিবন্ডিং+কালার থাকছে ৪০%ডিস্কাউন্ট এবং সকল সার্ভিসের ওপর থাকছে ৩০%ডিস্কাউন্ট,
জে নিউজ, কুমিল্লা।