নারী উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখায় কুমিল্লার “জেনিউজ” আপনজন সম্মাননা পেলেন পারভীন সুলতানা
অনলাইন ডেস্ক।।
নারী উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখায় পারভিন সুলতানাকে আপনজন সম্মাননা দিয়েছেন কুমিল্লা জনপ্রিয় অনলাইন “জেনিউজ ”
গত শুক্রবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনজন সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, লেখক, সাংবাদিক, ডাক্তার, নারী উদ্যোক্তা, শিল্পী,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গোপনে অনেক মানুষকে সহযোগিতা ও স্বাবলম্বী করার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। নারী উদ্যোক্তা সংগঠন “অনন্যা ” সভাপতি। এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পারভিন সুলতানা বলেন,, নারীদেরকে মূল্যায়ন করার জন্য জেনিউজ পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই সম্মাননা আমাদের কাজ করার আগ্রহ এবং অনুপ্রেরণা যোগাবে।
জে নিউজ এর আয়োজনে পারভীন সুলতানাসহ আপনজন সম্মাননা ৮ জনকে প্রদান করা হয়।