কুমিল্লার চৌদ্দগ্রামে সেচ্ছায় রক্তদাতাদের সামাজিক সংগঠন মুন্সিরহাট ব্লাড ব্যাংক’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে নগদ অর্থ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মুন্সিরহাট ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে, জেনারেল সেক্রেটারি ইমাম হোসেনেরে সঞ্চালনায় উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কমলেশ মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিরহাট বাজার কমিটির সভাপতি শাহ আলম, সাংবাদিক বেলাল হোসাইনি, মুন্সিরহাট ব্লাড ব্যাংকের উপদেষ্টা মাওলানা গোলাম সরওয়ার বুলবুল, কামরুল হাসান, নুরুল হক, শহিদুল্লাহ প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার দরিদ্র, অসহায়, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।