রবিবার (২৯ শে জানুয়ারি) দুপুর ৩টার দিকে কুমিল্লার নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট এলাকায় টহল থাকা নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির এসআই নূর আমজাদ হোসেন।
জানা গেছে, আটককৃত ব্যক্তি নাঙ্গলকোট উপজেলার চৌঘুরী এলাকার আনোয়ার হোসেনের ছেলে শামিম(৩০)।
পাসপোর্ট অফিসে চান্দিনা শুইলপুরের শালিকা এলাকা থেকে আসা ভুক্তভোগী নারী মর্জিনা আক্তার রুনা জানান,আমি সকালে পাসপোর্ট করতে আসছি।অনলাইনের কিছু কাজ শেষ করে অফিসেট গেইট দিয়ে যাওয়ার সময় এক লোক আমার হাতে থাকা মোবাইল নিয়া দৌড় দেয়।এ সময় আমি চিৎকার দিলে মানুষ তাকে ধরে পুলিশে দেয়।পরে পুলিশ তার কাছ থেকে আমার মোবাইল উদ্ধার করে দেয়।
নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির এসআই নূর আমজাদ জানান,ওই মেবাইল চোরের বাড়ি নাঙ্গলকোট হইলেও সে থাকে টমসমব্রীজ এলাকায়।সে মোবাইল চুরির বিষয়টিও স্বীকার করেছে।ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।