মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বরুড়ায় যুবলীগ নেতা আবু হানিফকে কুপিয়ে জখম কুমিল্লার মেয়ে ডাঃ ফাহমিদা কাকলী’র সফলতার গল্প ধামাকা অফার নিয়ে আসলো জারিন’স বিউটি সেলুন, ৩০ হাজার টাকার ব্রাইডাল মেকাপ মাত্র ২ হাজার টাকায় কুমিল্লায় ৩ দিন ব্যাপি পৌষ মেলার উদ্বোধন। লাল সবুজ ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশ এন্ড স্বপ্নচূড়া সেচ্ছায় রক্তদান” সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন নির্বাচনে জিতেই সিএনজি স্ট্যান্ডের চাঁদা বন্ধ করলেন এমপি আবুল কালাম আজাদ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিক উল্লাহ্ খোকন বিজয় দিবস উপলক্ষে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শুভপুর যুবমসমাজ মেয়র রিফাতের কফিনে শ্রদ্ধা জানান হোটেল নূরজাহানের স্বত্বাধিকারী রাশেদুজ্জামান রাশেদ শ্রেষ্ঠ জয়ীতা সফল জননী সম্মাননা পেলেন খোরশেদা বেগম

চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ০৩ জনকে ০৬ মাসের কারাদণ্ড

মনির হোসেন
  • আপডেট করা হয়েছে বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২০ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, সাতক্ষীরা, খুলনা থেকে গভীর রাতে গলদা এবং বাগদার মতো বড় জাতের চিংড়ির চালান চলে আসে দেশের বিভিন্ন মৎস্য আড়তে। এসব চিংড়ির চাহিদা অনেক দামও বেশি। তাই ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করে কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ। যাকে বলা হয় ‘জেলি’। দেখতে অনেকটা সুজির মতো। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
চিংড়িতে জেলি মেশানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ০১ নভেম্বর ২০২২ খ্রি: আনুমানিক রাত ১০:৩০ মিঃ এর সময় দাউদকান্দি উপজেলার আমিরাবাদ নামক স্থানে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷
সহকারী কমিশনার (ভূমি), দাউদকান্দি, কুমিল্লা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়েজ ইকবালসহ দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
অভিযানকালে চিংড়িতে জেলি মেশাচ্ছেন এমন অবস্থায় ০৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-
১। মিকরাইল উল্লাহ(২২), গাংনি, মোল্লার হাট, বাগেরহাট।
২। সহিদুল শেখ(২২), গাংনি, মোল্লারহাট, বাগেরহাট। এবং
৩। আজহারুল ইসলাম(৪০), পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা।

অভিযানকালেব তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, খুলনা, বাগেরহাট, এবং সাতক্ষীরা থেকে চিংড়ি এখানে আসার পর ওজন বাড়িয়ে বেশি লাভের আশায় চিংড়িতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়৷ অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে মোবাইল কোর্ট ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
ডিজাইন: Nagorikit.com (নাগরিক আইটি)
themesba-lates1749691102