চাঁদপুর প্রতিনিধি
এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক জনাব ড. সেলিম মাহমুদ। জনসমাবেশের সভাপতিত্ব করেন কচুয়ার ১২ নং আশ্রাফপুরের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য কাজী এনামুল হক শামীম।
এই সময় ড. সেলিম মাহমুদ বলেন, জনগণের ভালোবাসায় এবং আল্লাহ অশেষ রহমতে আওয়ামীলীগ ক্ষমতায় আছে এবং থাকবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো রাষ্ট্রনায়ক আছে বলেই বাংলাদেশের উন্নয়ন এর দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদ আরও বলেন, তিনি কচুয়ার উন্নয়নে এই এলাকার মানুষের জন্য কাজ করতে চান।
সমাবেশ এর সভাপতি আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য কাজী এনামুল হক শামীম বলেন, “জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশে ভালো থাকবে, শেখ হাসিনা বেঁচে থাকলে দেশের জনগণ ভালো থাকবে। ঠিক তেমনি আগামীতে ড. সেলিম মাহমুদ কচুয়ার কর্ণধার হলে আমরা ভালো থাকবো।” তিনি আরও বলেন, সামনের নির্বাচনে কচুয়ায় জননেত্রী শেখ হাসিনার একমাত্র প্রার্থী ড. সেলিম মাহমুদ।
উক্ত সমাবেশে সাংগঠনিক আরও অনেকেই উপস্থিত ছিলেন।