গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন।আজ শনিবার ভোর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত আবু মুসা (৩২) একই গ্রামের জায়েদ আলীর ছেলে ও জুয়েল (৩০) বরিশাল জেলার পাথরঘাটা উপজেলার মজুদিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বেশ কিছুদিন ধরে গরু চুরি বেড়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আলাউদ্দিনের বাড়িতে হানা দেয় ৬-৭ জনের এক দল চোরচক্র। চোরচক্রটি তার বাড়ি থেকে বাছুরসহ একটি গরু নিয়ে যায়। পাশের বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চোর চোর বলে চিৎকার শুরু করে।
চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চোররা পালিয়ে যাওয়ার সময় ধানের জমিতে লুকিয়ে থাকে। পরে এলাকার মানুষ আবু মুসা, জুয়েল ও মনসুর নামে তিন জনকে আটক করে গণপিটুনি দেয়। এলাকায় হই-হুল্লা শুনে টহলরত গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হুমায়ুন ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আবু মুসাকে মৃত ঘোষণা করেন এবং অপর দুজনকে আশঙ্কজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে জুয়েল নামে আরেকজন মারা যায়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মো. রাকিবুল ইসলাম বলেন গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয় তিন চোর। এরমধ্যে দু’জন মারা গেছে।