ফটো সাংবাদিক মোতালেব হোসেন ভূঁইয়ার শারীরিক খোঁজ খবর নিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী ও যে নিউজ কুমিল্লার সম্পাদক হুমায়ুন কবীর জীবন।
উল্লেখ্য-কুমিল্লা সদর দক্ষিণে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হামলায় ফটো সাংবাদিক মোতালেব হোসেন (৩৫) আহত হয়েছেন।বুধবার দুপুর বেলা নগরীর ২০ নং ওয়ার্ড দিশাবন্দ রোডে লক্ষিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘ দিন ধরে সদর দক্ষিণের পূর্ব জোড়কানন সহ সীমান্ত এলাকা হতে মাদক দেশের বিভিন্ন জায়গায় যায়। মাদক কেনা-বেচার অসংখ্য অভিযোগের ভিত্তিতে কয়েকটি নিউজ করেন মোতালেব হোসেন।এর জেরেই এই ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন সাংবাদিক মহল।
সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত বিল্লাল হোসেন বলেন,এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছি।