কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হওয়াই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউ বিভাগের ইনচার্জ ও সহকারী অধ্যাপক ডাঃ জাহিদুর রহমান মজুমদারের নেতৃত্বে ফুল দিয়ে পরিচাককে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
শনিবার(২৮ শে জানুয়ারি) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কক্ষে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন বলেন,করোনা কালীন সময় সবচেয়ে আমাকে সহযোগিতা করেছিলো এই আইসিইউ বিভাগ।তাদের সহযোগিতার কথা আমি কখনও ভূলতে পারবোনা।তাদের সাথে আমার যোগাযোগ সবসময় অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,কুমেক হাসপাতালের জন্য সত্যি সত্যিই কষ্ট হচ্ছে।সকলে হাসপাতালটাকে আলোকিত করে রেখেছিলো।সবাই যেন একটি পরিবারে ছিলাম।মনে হচ্ছে পরিবারটি ভেঙে গেল।
এই শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন,আইসিইউ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ আব্দুল মোক্তাদির,জুনিয়র কনসালটেন্ট ডাঃ বিপ্লব কুমার রায়,মেডিকেল অফিসার মাইন উদ্দীন,আইসিইউ রেজিস্ট্রার ডাঃ মোঃ সোলাইমান,সহকারী রেজিস্ট্রার ডাঃ বেলাল হোসেন,মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম,মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাসুমুল হাসান মাসুম প্রমুখ।