নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আয়োজনে রামঘাট আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ও নগর উদ্যানে বঙ্গবন্ধু মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক ডা: তাহ্সিন বাহার সূচনা সহ মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।