কুমিল্লায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় এবং কুমিল্লা জিলা স্কুল বিজ্ঞান প্রজেক্ট ক্লাবের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন, অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ।