বর্ষীয়ান রাজনীতিবিদ,কুমিল্লা সদর আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি,কুমিল্লার প্রধাণ পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাদ যোহর কুমিল্লার আলেখারচর, (শংকরপুর) বিকো ও চক্ষু হাসপাতালের মসজিদে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময উপস্থিত ছিলেন,অন্ধ কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি হাসান খসরু,সহ – সভাপতি সাংবাদিক আবুল হাসানাত বাবুল।
সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম, কোষাধ্যক্ষ সাংবাদিক অশোক কুমার বড়ুয়া,সমাজ কল্যান সম্পাদক মোঃএনামুল হক এনাম নির্বাহী সদস্য মোঃ আবদুল হালিমসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।