হুমায়ুন কবির জীবন / আবদুল্লাহ আল মাসরুফ।।
মহান সৃষ্টিকর্তার পর অসুস্থ অবস্থায় আমরা যার উপর ভরসা করি তিনিই একজন ডাক্তার। সৃষ্টিকর্তার কৃপা ও একজন ডাক্তারের উছিলায় রোগী সুস্থতা ফিরে পেতে পারে।
বাস্তবিক অর্থে একজন ডাক্তার হলেন দেব তুল্য। কেননা পৃথিবীতে মানবসেবা করার সর্বোৎকৃষ্ট পেশা হলো ডাক্তারি পেশা। বহু ত্যাগ,বহু শ্রম এবং মেধার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দীর্ঘ সময় পর একজন ডাক্তার তৈরি হয়।
বলছি তেমনই একজন মানবিক ও দায়িত্বশীল ডাক্তার, রেইনবো মেটার্নিটি ক্লিনিক এর স্বত্তাধিকারি, কুমিল্লার নগর মাতৃসদন এর কনসালটেন্ট, ময়নামতি মেডিক্যাল কলেজের অধ্যাপক, ডঃ ফাহমিদা আজিম (কাকলী) এর কথা।
সল্প খরচে প্রসূতি ও স্ত্রী রোগীদের চিকিৎসা দেওয়া থেকে শুরু করে সব রকমের মানবিক সেবা দিয়ে থাকেন এই রেইনবো মেটার্নিটি ক্লিনিকের স্বত্তাধিকারি ডাঃ ফাহমিদা আজিম (কাকলি)। যিনি এক প্রকার জিরো থেকে নিজেকে মানবিক হিরো’তে পরিনত করেছেন বলে কুমিল্লাবাসীর বিশ্বাস। তিনি তার ক্যারিয়ার শুরু করেন সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ থেকে। বিভিন্ন জায়গায় চাকুরির সাথে সাথে নিজেকে তৈরি করেছেন দক্ষ একজন সফল গাইনি বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে। নিজের একতলা বিশিষ্ট বাড়ি থেকে যাত্রা শুরু করে এখন তিনি সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন, নিজ শহরে একটি মেটার্নিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা বনেছেন। যেখানে প্রতিনিয়ত সেবা পাচ্ছেন শহরের গরীব দুঃখী মেহনতি মায়েরা।
এ বিষয়ে ডাঃ ফাহমিদা আজিম (কাকলী)র সাথে কথা হলে তিনি বলেন, আমি মানুষের চিকিৎসা সেবা প্রদান করার জন্য ডাক্তার হয়েছি। যতক্ষণ এ দেহে প্রাণ রবে ততক্ষণ আমি মানুষের সেবায় নিয়োজিত থাকবো।
ইতিমধ্যে তিনি কুমিল্লায় বন্ধ্যাত্ব সমস্যা সমাধানে তার নিজস্ব প্রতিষ্ঠান রেইনবো মেটার্নিটি ক্লিনিকে “ICU intrauterine insemination ” পদ্ধতিতে শুধুমাত্র স্বামীর শরীর হতে বৈজ্ঞানিক উপায়ে সুস্থ ও সবল শুক্রাণু সংগ্রহ করে তা যথোপযুক্ত উপায়ে স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করিয়ে গর্ভধারণ কার্যক্রম শুরু করেন। এছাড়াও রেইনবো মেটার্নিটি ক্লিনিকে সল্প খরচে প্রসূতি ও স্ত্রী রোগীদের চিকিৎসা দেওয়া হয়।