র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন
আটককৃত মাদক ব্যবসায়ীরা কক্সবাজার সদর থানার কুদুবদিয়া পাড়া গ্রামের মৃত হাকিম আলীর আপন দুই মেয়ে সাবেকুন্নাহার (৩৫) ও নাছিমা (৪৫),চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মোঃ জোহর আলীর ছেলে বকুল ইসলাম বাদশা (২৮),একই থানার তারাপুর পোড়াপাড়া গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে আব্দুল কাদির (১৯)।
মেজর সাকিব জানান,আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন কুমিল্লা,কক্সবাজার,চাঁপাইনবাবগঞ্জ’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।আটককৃত আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।