কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দীর্ঘ ৫ ঘন্টার চেষ্টায় লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- একই ইউনিয়নের পার্শ্ববর্তী ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের সদ্য মাধ্যমিক পাশ করা ছেলে তানভীর (১৫) এবং মেডিকলে পড়ুয়া মেয়ে অরণ্য আক্তার (২০)। তারা পরিবার নিয়ে ঢাকায় থাকেন। গতকাল গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন।
স্থানীয় সাকিব হোসেন হৃদয় জানান, ছোট দুটি বাচ্চাসহ পরিবারের ৬ সদস্য নৌকায় ঘুরতে বের হয়। নৌকার তলদেশে ছিদ্র থাকার কারণে মাঝপথে নৌকাটি ডুবে যায়। নৌকার মাঝি সহ স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করলেও ২ জন তলিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। ঘটনাস্থলে আছি। সুরতাহাল শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছি।