নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ।।
দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মটরস লিমিটেড কুমিল্লাতে নতুন TATA LPO1616/57 COMFORT বাস চেসিস উদ্বোধ করেছে।আন্ত:নগর এবং দূরপাল্লার বাস হিসেবে TATA LPO1616/57 COMFORT দেবে সেরা পারফরম্যান্স, আরামদায়ক ভ্রমনের অভিজ্ঞতা এবং সহজে বাসের মালিক হবার দুর্দান্ত সুযোগ। বাসটি তৈরির সময় টাটা মটরসের প্রাথমিক মনোযোগ ছিল পারফরম্যান্স এবং ড্রাইভ এবিলিটির উপর। ফলে এটি হয়ে উঠেঠে জ্বালানী সাশ্রয়ী এবংযাত্রী ও চালক উভয়ের জন্য আরামদায়ক। পাশাপাশি এই বাস পরিবহন মালিকদের মুনাফা বাড়িয়ে দেবে এবং তারা কম খরচে এর মালিক হতে পারবেন।
এ উপলক্ষ্যে নিটল মটরস লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ বলেন- কুমিল্লার বাস ব্যবসায়ীদের জন্য আজকে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে।
TATA LPO1616/57 COMFORT সম্পূর্ণ বাংলাদেশের জন্য তৈরি, যা তৈরি করার পূর্বে আমাদের ডিজেলের মান,রোডকন্ডিশন ও ক্রেতাদের বিভিন্ন ধরনের চাহিদাকে বিশেষভাবে গুরুত্বের সাথে বিবেচনায় রাখা হয়েছে এবং সেগুলোর আলোকেই এই বাস তৈরি করা হয়েছে।
বাসটির অন্যতম কয়েকটি দিক হলো-লাইন পাম্প-যা ব্যবসারীদের সবসময়ের দাবী।আমাদের বিদ্যমান ডিজেলে কোন প্রকার ঝামেলা ছাড়াই চলবে।আছে কারেন্ট পিকআপ।এই গাড়ীর ফুয়েল ইফিসিয়েন্সি বেশি।গাড়িটি আপনাকে ট্রিপের সংখ্যার দিকে দিয়ে এগিয়ে রাখবে। ব্যবসায়িক প্রতিযোগিতায় অন্য গাড়ির তুলনায় এই গাড়িতে বেশি মুনাফা করতে পারবেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাটা মটরস লিমিটেড এর বাস সেগমেন্ট এর প্রধান নীরাজ কুমার,মো: জাফর উল্লাহ(প্রোডাক্ট প্রেসিডেন্ট ,বাস সেগমেন্ট,নিটল মটরস লিমিটেড),মো:সাহাবুদ্দিন রানা(এরিয়া প্রেসিডেন্ট,নিটল মটরস লিমিটেড,কুমিল্লা জোন),এরিয়া ম্যানেজার কুমিল্লা জোন সালামিন সরকার,কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যাপক কবির আহমেদ, মহাসচিব জলিশ আবদুর রব, সাধারণ সম্পাদক জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ আলী মনসুর ফারুক,ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলূ,নিয়াজ মাহমুদ মিডিয়া কমিউনিকেসন,নিটল মটরস লিমিটেডসহ আরো অনেকে।