রবিবার এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল। গ্রুপ পর্ব, সুপার ফোর রাউন্ড সব মিলিয়ে ১২টি ম্যাচে শেষে মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। কলম্বোতে এশিয়া সেরার হওয়ার শেষ লড়াই দেখার জন্য মুখিয়ে ক্রিকেট বিশ্ব।
আজ এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। এশিয়া কাপের ইতিহাসে এই দুই দেশ সবথেকে বেশিবার ফাইনালে খেলেছে। এর আগে মোট ৭ বার দেখা হয়েছে দুই দলের। কী হয়েছিল ফল, দেখে নিন এক নজরে।
◑ এশিয়া কাপের ফাইনালে দুই দল প্রথম মুখোমুখি হয় ১৯৮৮ সালে। সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ১৭৬ রানের অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
◑ এরপর ১৯৯১ সালেও এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-শ্রীলঙ্কা। কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনালে প্রথম ব্যাটিং করে ২০৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত।
◑ ১৯৯৫ সালে এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয় ভারত-শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা। জবাব দুরন্ত ব্যাটিং করে ৮ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ভারত।
◑ ১৯৯৭ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতকে প্রথমবার হারানোর স্বাদ পায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২৩৯ রান করে ভারত। জবাবে এবার ৮ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় লঙ্কান লায়ন্সরা।
◑ ২০০৪ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতকে ২৫ রানে হারায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২২৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ভারত করে ২০৩ রান। ২০০৮ সালের ফাইনালে ভারতকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ২৭৩ রানের জবাবে ১৭৩-এ অলআউট হয় ভারত।
◑ ২০১০ সালে শেষবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। প্রথমে ব্যাট করে ২৬১ করে ভারত। শ্রীলঙ্কা ১৮৭ অলআউট। ৮১ রানে জেতে ভারত।
এখনও পর্যন্ত মোট ৭ বার ফাইনাল খেলেছে দুই দেশ। ভারত জয়ী ৪ ও শ্রীলঙ্কা ৩। ১৭ সেপ্টেম্বর ২০২৩ এশিয়া কাপের ফাইনলে শেষ হাসি কে হাসে সেটাই দেখার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৩০ মিনিটে।