উপ-শাখা সীপকস (সেক্টর), কুমিল্লার পক্ষ হতে ত্রাণ সামগ্রী কম্বল বিতরণ করা হয়েছে।
উপ-শাখা সীপকস (সেক্টর),কুমিল্লার ব্যবস্থাপনায় ত্রাণ হিসেবে ৮০০টি বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার ( ২৬ নভেম্বর) কালীর বাজার নার্গিস আফজল বহুমুখী কারিগরি কলেজ প্রাঙ্গনে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মনীত এফআইজি কমান্ডার স্যার এর পত্নী শামীমা সুলতানা, উপ-শাখা সীপকস্ (সেক্টর), কুমিল্লার ভারপ্রাপ্ত কোষাধক্ষ্য তানিয়া ইসলাম এবং ভারপ্রাপ্ত সমন্বয়কারী অফিসার।
উল্লেখ্য, আগামী (রবিবার) ২৭ নভেম্বর কুমিল্লা ব্যাটালিয়নের (১০বিজিবি) বিবিরবাজার বিওপি ও ২৯ নভেম্বর সুলতান ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বড়জ্বালা বিওপির সীমান্তবর্তী দুঃস্থ্য মানুষের মাঝে উপ-শাখা সীপকস (সেক্টর), কুমিল্লার পক্ষ হতে আরো ৫০০টি কম্বল বিতরণ করা হবে।