কুমিল্লা পাসপোর্ট অফিস সংলগ্ন হলিডে কমিউনিটি সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর জেলার সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মাহদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
সাধারন সম্পাদক মেহেদী হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়ব,জাতিয় ওলামা মশায়েখ ও আইম্মা পরিষদ কুমিল্লা জেলা উত্তর এর সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফি,ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিলাল হোসাইন,জেলা সেক্রেটারি মাওলানা নূর হোসাইন, মহানগর সেক্রটারি মাওলানা এনামুল হক মজুমদার,জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইকবাল হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ কুমিল্লা মহানগর সাধারন সম্পাদক মুফতী নেয়ামতুল্লাহ আল ফরিদী ,ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা উত্তর এর সভাপতি কে এম হুমায়ুন কবির,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি খালেদ সাইফুল্লাহ,সাবেক সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম।
জেলা দায়িত্বশীলদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমাদ, পশিক্ষন সম্পাদক আবু ইউছুফ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক জোবায়ের আবেদীন, প্রকাশনা ও দফতর সম্পাদক ইয়াকুব আলী ,অর্থ ও কল্যাণ সম্পাদক মামুনুর রশিদ, কওমী মাদ্রাসা সম্পাদক ফয়েজ উল্লাহ, আলিয়া মাদরাসা সম্পাদক মো শাহজালাল,স্কুল ও কলেজ সম্পাদক রবিউল বাশার,কার্যকরি সদস্য ফজলে রাব্বী, কার্যকরি সদস্য সুমন আহমদ প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২২সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করে।এতে সভাপতি- মোহাম্মদ মাহদী হাসান সহ-সভাপতি-মেহেদী হাসান ও সাধারন সম্পাদক -হোসাইন আহমাদ নির্বাচিত হন।