কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম সবুজের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় মালিখিল মধ্য পাড়া মাদ্রাসা মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মালিখিল উত্তরপাড়া, দক্ষিণপাড়া মোল্লাপাড়া ও জাঙ্গালিয়া পাড়া থেকে শতশত নারী পুরুষ উপস্থিত হয়।
অত্র গ্রামের প্রবীণ মুরুব্বি হাবিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম সবুজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমি আপনাদের সন্তান আপনাদের ভোটেই আমি নির্বাচিত হবো। আমাকে আপনাদের সন্তান মনে করে ভোট দিন।
৩ নং ওয়ার্ডের টিউবল প্রতীকের মেম্বার প্রার্থী তাজুল ইসলাম মিলনের পরিচালনায় অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ঘোড়া প্রতিকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে,মালিখিল একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রাম থেকে শহীদুল্লাহ সরকার দীর্ঘ ১৮ বছর ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানী করেছেন।
এ গ্রামের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে ২৯ ডিসেম্বর ঘোড়া প্রতীকে ভোট দিয়ে,মাহবুব আলম সবুজকে যয়যুক্ত করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।