সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বরুড়ায় যুবলীগ নেতা আবু হানিফকে কুপিয়ে জখম কুমিল্লার মেয়ে ডাঃ ফাহমিদা কাকলী’র সফলতার গল্প ধামাকা অফার নিয়ে আসলো জারিন’স বিউটি সেলুন, ৩০ হাজার টাকার ব্রাইডাল মেকাপ মাত্র ২ হাজার টাকায় কুমিল্লায় ৩ দিন ব্যাপি পৌষ মেলার উদ্বোধন। লাল সবুজ ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশ এন্ড স্বপ্নচূড়া সেচ্ছায় রক্তদান” সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন নির্বাচনে জিতেই সিএনজি স্ট্যান্ডের চাঁদা বন্ধ করলেন এমপি আবুল কালাম আজাদ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিক উল্লাহ্ খোকন বিজয় দিবস উপলক্ষে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শুভপুর যুবমসমাজ মেয়র রিফাতের কফিনে শ্রদ্ধা জানান হোটেল নূরজাহানের স্বত্বাধিকারী রাশেদুজ্জামান রাশেদ শ্রেষ্ঠ জয়ীতা সফল জননী সম্মাননা পেলেন খোরশেদা বেগম

অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২৮ তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রদীপ মজুমদার
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

“ফসলের মাঠ বলে দেবে কুমিল্লার কোথায় শুরু আর কোথায় শেষ”। কথাটি বলেছিলেন কুমিল্লার গণ মানুষের নেতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার। সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার এর ২৮ তম, মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৩১অক্টোবর সোমবার লালমাই উপজেলার বাগমারা মহিলা কলেজ সংলগ্ন মরহুমের সমাধীস্থলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়াতে গড়ে তুলেছিলেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৪ সালের ৩১ অক্টোবর তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই মানুষটি ১৯৪৫ সালের ২৫ আগস্ট জন্ম গ্রহণ করেন বর্তমান লালমাই উপজেলার মেহেরকুল দৌলতপুর গ্রামে। বাবা মৌলভী মিয়াজান মজুমদার ছিলেন আইয়ূব খান আমলে বাগমারা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। মাতা আতরের নেছা ছিলেন একজন গৃহিনী। ৭ ভাই বোনের মধ্যে তিনি ৬ষ্ঠ। ছোটবেলায় তাঁকে সবাই আবু বলে ডাকতেন। ৩১ অক্টোবর ২০২২ইং সোমবার সকাল ৯ টা থেকে সমাধিস্থলে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে যায় সমাধিস্থল।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের, ডেপুটি কন্ট্রোলার শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার,দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন মজুমদার, অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, কৃষি বিষয়ক সম্পাদক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি জ্যোতিষ সিংহ খোকন , মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, কোষাধ্যক্ষ ডা. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বণিক মানিক, বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল হাসান,মরহুমের পরিবারের সদস্য (ভাতিজা)এমদাদুল হক মজুমদার, লালমাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদস্য সচিব রেদোয়ানুর রহমান সুমন, উপজেলা যুবলীগের আহবায়ক মোতালেব হোসেন, এড. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বি, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার ফুটবল একাডেমির সভাপতি মীর হোসেন, সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, আবুল বাহার, দেলোয়ার হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ ও লালমাই সরকারি কলেজে মিলাদ মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু বলেন কালাম মজুমদার আমার ঘনিষ্ঠ সহচর এই এলাকায় শিক্ষা বিস্তারে অনেক বড় ভূমিকা রেখেছেন। দুই ধরনের মানুষ আছে ত্যাগী ও ভোগী কালাম মজুমদার একজন ত্যাগী মানুষ তাই মানুষ তাকে হৃদয়ে ধারণ করে।

শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
ডিজাইন: Nagorikit.com (নাগরিক আইটি)
themesba-lates1749691102